শার্শায় স্ত্রীকে মারপিটের মামলায় এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের মামলায় বাগাডাঙ্গা গ্রামের প্রবাসী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
তাকে বুধবার (৬নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। মিজানুর একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই গোরচাঁদ দাস।(শার্শা থানা)
মামলার বিবরণে জানা গেছে, ১৪ বছর আগে পারিবারিক ভাবে একই গ্রামের মৃত অখিল বিশ্বাসের মেয়ে কাজল রেখাকে বিয়ে করেন মিজানুর। ৬ বছর আগে মিজানুর বিদেশে যাওয়ার সময় স্ত্রী কাজল রেখা পিতার বাড়ি থেকে ৪ লাখ টাকা এনে দিয়েছিলেন। স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই স্ত্রী কাজল রেখা দুই ছেলে নিয়ে শশুর বাড়িতে ছিল। মিজনুর বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে বিভিন্ন নারী সাথে কথা বলে পরকীয়া আসক্ত হয়ে পড়েন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মিজানুর রহমান দেশে আসেন। আবারও বিদেশে যাওয়ার জন্য ৩ লাখ টাকা প্রয়োজন হওয়ায় স্ত্রী কাজল রেখাকে পিতার বাড়ি থেকে এনে দিতে বলেন। কাজল রেখা যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তার স্বামী।
গত ১ নভেম্বর বিকেলে মিজানুর যৌতুকের ৩ লাখ টাকা দিতে বলে তার স্ত্রীকে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মারপিট করে জখম করে। এরই মধ্যে চিৎকারে প্রতিবেশীরা এসে কাজল রেখাকে উদ্ধার করে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।এক সপ্তাহ চিকিৎসা নিয়ে কাজল রেখা ২ নভেম্বর স্বামীর মিজানুর রহমানের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন।