শাহজাদপুরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_1002458751006552-700x390.jpeg)
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জর শাহজাদপুরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা সাধারন মানুষের মাঝে পৌছে দিতে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকালে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের খাদ্য গুদাম মাঠ থেকে সরকারের এ উন্নয়ন শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণে অংশগ্রহনে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাই স্কুল মাঠে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় হালিমুল হক মিরু বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শেখ হাসিনা সমান জনপ্রিয়। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। তিনি দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই আবারো নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান তিনি।
উন্নয়নের আনন্দ শোভাযাত্রায় শাহজাদপুরের প্রতিটি ইউনিয়নের অন্তত ১২ থেকে ১৫ হাজার মানুষ অংশ নেয়।