শাহজাদপুরে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ
নুপুর কুমার রায়,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ শাহজাদপুরে তালিকাভূক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার বিতরণ কর্যক্রম উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজাদ রহমান।
এসময় উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শামীম আহমেদ জানান, উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ৭০০ জন পাট চাষীদের মাঝে পর্যায়ক্রমে প্রত্যেক চাষিদের ইউরিয়া সার ৫ কেজি, টিএসপি ২ কেজি ও এমওপি ২.৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে।