রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

শাহজাদপুরে হিন্দু যুবকদের উদ্যোগে পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল

রিপোর্টারের নাম : / ৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

নুপুর কুমার রায়,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এসো বিনামূল্যে গীতা পড়ি গীতা শিখি,গীতার আলোয় জীবন গড়ি। সিরাজগঞ্জের শাহজাদপুরে কালাচাঁদপাড়া (দোলভিটা) এর হিন্দু যুবকদের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল। এই উদ্যোগ দেখে হিন্দু সমাজের সবাই অভিভূত হয়েছে। এবং তারা বলেন, আমাদের হিন্দু সমাজের এতো পুজা-পার্বন হয় কিন্তু আমাদের ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার কোন ব্যাবস্থা নেই এই প্রথম যুবক ছেলেদের পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল শুরু করায় আমারা অনেক খুশি আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা শিখতে পারছে, জ্ঞ্যান বৃদ্ধি হচ্ছে। আমরা হিন্দু সমাজের সবাই জদি এই পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুলকে সহযোগিতার হাত বাড়ীয়ে দেই তাহলে এই গীতা স্কুলটি অনেকদুর এগিয়ে যাবে। এখানে ছোট থেকে বড় ৫০ জন ছাত্র-ছাত্রী আছে এবং আপনার সন্তান কে ধর্মীয় শিক্ষা দিতে পার্থ-সারথি বিদ্যাপীঠে নিয়ে আসার অনুরোধ জানানো হয়, প্রতি শুক্রবার বিকাল ৪ টা হতে ৫ টা পর্যন্ত নিয়মিত ভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা ও গীতা শিক্ষা পাঠ করানো হয়। পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুলে কোন প্রকার কোন চাঁদা ও মাসিক কোন বেতন নেয়া হয় না এখানে সম্পুর্ন বিনামূল্যে এই গীতা স্কুলে গীতা শিক্ষা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর