শাহজাদপুর গালা মতবিনিময় করলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হালিমুল হক মিরু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় শাহজাদপুর পৌরসভার দুইবার নির্বাচিত সাবেক মেয়র, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু মতবিনিময় বিনিময় সভা করেছেন।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গালা ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ভেড়াকোলা বাজারে নেতা-কর্মী ও এলাকাবাসীর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। দেশের সর্বত্র আজ উন্নয়ন বয়ে যাচ্ছে। ক্রমেই গ্রাম হয়ে যাচ্ছে শহর। সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য সবাইকে আহব্বান জানান নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।
মতবিনিময় সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুকে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা উল্লেখ করে বলেন, দলের দূ:সময়ে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। আন্দোলন, সংগ্রামে রাজপথের এই ত্যাগী নেতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে আসা করছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকের শেখ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল ও সাধারণ সম্পাদক এরশাদ মেম্বার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্কার মোল্লা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জু মেম্বার, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।