শাহজাদপুর নলুয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরের পৌর সদরের ৭নং ওয়ার্ডের নলুয়া গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসমূহ তুলে ধরে আবারও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর আ.লীগের সহ-সভাপতি হাজী মানিক, শাহজাদপুর পৌর ৩নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দেলবার, শাহজাদপুর পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শাহজাদপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, কায়েমপুরের ইউপি সদস্য, হাবিবুল্লাহনগরের ইউপি সদস্য রাজ্জাক, পোতাজিয়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।