শিবগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। পেশায় তিনিও একজন ট্রাক চালক।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার, কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালক ও ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ বন্ধরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে (ওজন) স্কেলের কাছে পৌঁছলে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী।
শিবগঞ্জ থানার (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।