শিবগঞ্জে ৯৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-২
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৯৬ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছেনর্যাব-৫।
রবিবার (২৬ ফ্রেব্রুয়ারি) তাদের গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ বাবুপুর এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে আজম আলী (৩৫), শিবগঞ্জ উমরপুর চিমটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রমজান আলী (৩০)।
রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট জহরপুর, নুর আলম এর আমের ক্যারেটের দোকানের সামনে কানসাট জহরপুর হতে রাজার বাগানগামী পাঁকা রাস্তার উপর, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ৯৬ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীদের গ্রেফতার করেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।