শিয়ালকোল ইউপি’র সদস্য লিটন ১ বছরের বেতন দিয়ে ঈদ উপহার দিলেন দরিদ্র ও অসহাদের
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য ও শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম লিটন তার ১ বছরের বেতন দিয়ে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা ও পোষাক বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শিয়ালকোল বাজারে খাদ্য সহায়তা ও পোষাক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারুণ্যের গৌরবগর্ব, ইউনিয়নের জনপ্রিয় সুযোগ্য চেয়ারম্যান শেখ সেলিম রেজা।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবসেবা স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জের কর্মকর্তা, মানবিক পুলিশ সদস্য শামীম রেজা, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ-উর- রহমান প্রমুখ।
ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম লিটন বলেন, গরীব, দুখী, অসহায় মানুষদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন, এর চেয়ে বেশি কিছু দিতে পারি সেই প্রত্যাশা করি।