শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে অস্ত্রসহ যুবদলের দুই নেতা আটক ভাঙ্গুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি করায় ইন্সট্রাকটরকে মারধোর ঝিকরগাছা গদখালী ফেব্রুয়ারির ৩দিবসে শতকোটি টাকা আয়ের আশা চাষীদের কোনাবাড়ীতে আরও এক ছিনতাই কারী গ্রেফতার প্রতিটি সফল আন্দোলনের পেছনে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা ছিল,এম মঞ্জুরুল করিম রনি বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শেখ হাসিনা মানেই পরিবর্তনের বাংলাদেশ,তানভীর শাকিল জয় এমপি

রিপোর্টারের নাম : / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন,

শেখ হাসিনা মানেই পরিবর্তনের বাংলাদেশ, ২০০৮ সালের বাংলাদেশ আর ২০২৩ সালের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য উপলব্ধি করলে সকল কিছু পরিলক্ষিত হয়, আমাদের চাওয়া ও প্রাপ্তির মধ্যে হয়তো পার্থক্য রয়েছে, তবে সামগ্ৰীকভাবে শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অবদান অবিস্মরণীয়, সাড়ে ১৪ বছরের পথ পরিক্রমায় কাজিপুরের শিক্ষা পরিবারের ভালোবাসা ও সমর্থনে অনুপ্রাণিত ও গর্বিত, আপনারা আমার পাশে ছিলেন বলেই উন্নয়ন করতে পেরেছি।

কাজিপুর উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখা।

কাজিপুর শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাকী। বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি টি এম আতিকুর রহমানের সভাপতিত্বে এবং মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মতিন ও গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন,
সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শুভগাছা টেংলাহাটা রফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তাল হোসেন,খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, ডিক্রি দোরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিয়াড়া নূরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ প্রমূখ।

শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, বিদ্যুৎ, স্যানিটেশন, শিক্ষকদের জন্য নিয়োমিত প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাদান সহায়ক উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্লাসরুম, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নিয়োমিত অভিভাবক সমাবেশ, শিক্ষাক্রম বাস্তবায়নে নিয়োমিত পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য উপজেলা শিক্ষা অফিসের লোকবল বৃদ্ধি, মেধাবীদের আকৃষ্ট করণে বিভিন্ন ব্যবস্থা গ্ৰহণ এবং আন্তঃশিক্ষক সমাবেশের মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় আলোচনায় গুরুত্ব পায়। উপস্থিত ছিলেন, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, সাবেক পৌর মেয়র নিজাম উদ্দিনসহ সভায় ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর