শ্রীকৃষ্ণের জন্মদিনে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন র্যাব কমান্ডার ইয়াসির আরাফাত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/IMG-20230906-WA0022-700x390.jpg)
আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে শ্রী কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে দেবকীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। পুরাণ, মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্মর খ্রিস্টপূর্ব ৩২২৮ সালে।
দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্দোৎসবের মধ্য দিয়ে উদযাপন করছেন দেশের সনাতন সম্প্রদায়ের লোকজন। এ উপলক্ষে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী ভাওয়াল রাজার মন্দির শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন আগমন করে কৃষ্ণ ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।