শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার:
পাবনার বেড়ায় সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে পাবনা – ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেড়াবাসি।

পাবনা -১(সাঁথিয়া-বেড়া) সংসদীয় আসন সীমানা আলাদা করে পাবনা-২ (সুজানগর – বেড়া) যুক্ত করায় আজ রোববার সকাল দশটায় বেড়ার প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে পাবনা-১ আসনের সর্বস্তরের নাগরিক বৃন্দর ব্যানারে পাবনা – ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সকাল দশটা থেকে প্রায় দুপুর একটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখায় পাবনা – ঢাকা মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা ঘটনা স্থলে গিয়ে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বজায় রাখার জন্য , অবরোধ তুলে নেওয়ার কথা বললে, অবরোধকারীরা, অবরোধ তুলে নেন। দুপুর একটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

উল্লেখ , আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার ৩ শ’ আসন পূর্ণ নির্ধারিত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন (ইসি)। এতে পাবনা – ১ আসনে অন্তর্ভুক্ত বেড়া বাদ দিয়ে পাবনা – ২ (সুজানগর-বেড়া) অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পাবনা – ১ আসনের সর্বস্তরের নাগরিক বৃন্দর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাবনা -১ ( বেড়া- সাঁথিয়া) সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর