সলঙ্গায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরহী মকুল হোসেন (৪৩) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের রয়হাট্রি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকুল হোসেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের আ: সাত্তার মাস্টারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম.এ. ওয়াদুদ জানান, মকুল হোসেন ও রফিকুল ইসলাম তার মামা ভাগ্নে ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘুরকা এলাকায় অজ্ঞাত ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনা সস্থলেই মকুল হোসেন মারা যায়। খবর পেয়ে মকুলের মরদেহ উদ্ধার করে ও দূর্ঘটা কবলিত মোটর সাইকেল থানা হেফাজতে রাখা হয়ে।