সলঙ্গায় জালশুকা জামে মসজিদ উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রামবাসীর নিজ উদ্যোগে নির্মিত দৃষ্টি নন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে। শনিবার যোহর নামাজের পরে মসজিদটির উদ্বোধন করা হয়।
সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামবাসীর উদ্যোগে ও নিজ অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। দুই তলা ফাউন্ডেশনের এ মসজিদ কম্পেলেক্সটি ইতোমধ্যে ১ম তলা কাজ শেষ করে ২য় তলার কাজ চলমান রয়েছে। এ প্রযন্ত ব্যয় হয়েছে ৯০ লক্ষ টাকা। এই মসজিদে প্রায় ৭শত মুসল্লি এক যোগে নামাজ আদায় করতে পারবেন।
উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,২ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করিম মন্ডল,উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।