সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে অর্থ নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদে স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে জন প্রতি ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ এপ্রিল) দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের হল রুমে স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণের সময় নগদ ১০০ টাকা করে নেওয়া হয়।
জানাযায়,সলঙ্গা ইউনিয়ন পরিষদের অনলাইনে মাধ্যমে ফ্যামলী স্মার্ট কার্ড একটিভ করে ৫১০ জন কার্ডধারী মাঝে বিতরণ করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পরিষদের হিসাব সহকারী রানা ইসলাম জন প্রতি ১০০ টাকা করে কার্ডধারীর কাছ থেকে নিজ হাতে টাকা নিয়ে কার্ড দিচ্ছে।
উপস্থিত স্থানীয়রা জানান,ইউপি সচিব বাসুদেব ঘোষ ও হিসাব সহকারী রানা ইসলাম মিলেই কার্ডধারীদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছে।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রানা ইসলাম টিসিবির স্মার্ট ফ্যামলী কার্ডে ১০০ করে কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়া কথা শিকার করেন।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের ১,২,৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য
আফরোজা খাতুন,নিজেই ১০০ টাকা করে কার্ড প্রতি দিয়ে কার্ড নিচ্ছেন বলে জানান।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু’র মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব বাসুদেব ঘোষ সাংবাদিকদের সংবাদ প্রকাশ করতে না করে ও পরে দেখা করবে বলে জানায়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক
আসায়াদ বিন খলিল রাহাদ বলেন,আমি এর আগে পরিষদের অনিয়মের অভিযোগ পেয়েছি,কার্ড বিতরণে কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনও নিয়ম নাই।এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রমাণ না থাকায় আমি ব্যবস্তা নিতে পারি নাই। টাকা নেওয়ার ঘটনা যদি সত্যতা পাওয়া যায়। নির্বাহী অফিসার এর সাথে কথা বলে ব্যবস্তা নেওয়া হবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন,স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। ভিডিও দেখেছি প্রশাসককে বলে দিয়েছি ব্যবস্তা নেওয়ার জন্য।