সলঙ্গার রামকৃষ্ণপুর নৌকার বিজয়ে বিরামহীন প্রচারণায় নেতাকর্মীরা
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম শফির নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা করেছে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (০৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের চৈত্রহাটি,উনুখা, জালশুকা,দবিরগঞ্জ বাজারসহ বিভিন্নস্থানে প্রচারণায় চালান আসেন। এসময় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি সলঙ্গা থানা শাখার সদস্য সোহেল রানা, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাঙ্গা খন্দকারসহ আরো অনেকে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, গোটা বাংলাদেশে এখন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ, আমার ধারণা প্রতিটি জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।