সলঙ্গার হাটিকুমরুলে থ্রি-হুইলারমুক্ত মহাসড়ক নিশ্চিতে তৎপর পুলিশ, ৫০০ মামলা!
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে মহাসড়ককে থ্রি-হুইলারমুক্ত করার মিশনে নেমেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
ফলে গত ২ মাসে পুলিশ ৫০০টি থ্রি-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।
সংশ্লিষ্টরা জানান, এ অভিযানের কারণে ওই মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল কমে গেছে। এ ধারা অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা হ্রাসসহ আহত-নিহতের সংখ্যাও কমবে।
জানাযায়, গত দুই মাসে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) বদররুল কবির নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিয়মিত এসব অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহনে মামলা করেন। এতে করে বিগত সময়ে তুলনায় মহাসড়কে অবৈধ যানবাহন থ্রী হুইলার চলাচল কমার কারণে ঘটিত সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার শূন্যর কোঠায় নেমে এসেছে বলে দাবী করেন হাইওয়ে থানা পুলিশ।
মহাসড়ক নিরাপদ রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে-জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব।
মহাসড়কে নিরাপদ রাখতে এসব অবৈধ যানবাহন বন্ধে আরো সোচ্ছার ভূমিকা পালন করবে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ, এমনটাই দাবী করেন হানিফ এন্টারপ্রাইজের চালক মফিজ মিয়া ও বিভিন্ন দূরপাল্লার পরিবহনের চালকেরা।