সলঙ্গায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি আজিজ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে নিজ উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় অসহায় দরিদ্রদের মাঝে ১শত ৫০পিচ লুঙ্গি,২শত ৫০ পিচ শাড়ী ও ২শত পাঞ্জাবি বিতরণ করেছেন,রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
রবিবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করেন।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা স্বেচ্ছা-সেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাহীদুর রহমান বাচ্চু,সাধারণ সম্পাদক রিপন হাসানসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।