সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙখলা সবর্ত্র এ শ্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য র্যালী, ও আলোচনা সভার মধ্যদিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার সকালে একটি বর্নাঢ্য র্যালী থানা থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।
র্যালী শেষে সকাল ১১টায় থানা চত্ত¡রে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সভাপতিত্বে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সবুজ রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জিল্লুর রহমান সরকার,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মন্ডল,থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য কেএম আহসান হাবিব আসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ।