সলঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ উপজেরায় ডাকাতির প্রস্তুতিকালে লোহার রড, বাঁশের লাঠিসহ দু’জন ডাকাতকে আটক করেছে পুলিশ।
সলঙ্গা থানার চরবেড়া আমতলা ব্রীজের পাশে রাস্তার উপর গরু ব্যবসায়ীদের নিকট হতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম (২৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সলঙ্গা থানার চরবেড়া আমতলা ব্রীজের পাশে গরু ব্যবসায়ীদের নিকট হতে ডাকাতির সময় গরু ব্যবসায়ীদের চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এসে ভাকাতদের আটক করে। আটককৃত আসামী সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরবেড়া গ্রামের শফিকুল ইসলাম ছেলে সৌরভ হোসেন(২১) ও আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন(২৫)।