সলঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে সলঙ্গা থানা আওয়ামী লীগ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুনিয়াখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷
সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ সভাপতি ফনি ভূষন প্রদ্দার,সদস্য আহসান হাবিব আসলাম,ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনি মাষ্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা সরকার,সলঙ্গা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সাচ্চু,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাহীদুর রহমান, সাধারণ সম্পাদক রিপন হাসান প্রমূখ।
এছাড়াও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।