সলঙ্গায় ১২ লক্ষ নকল সিগারেটসহ কাভার্ড ভ্যান জব্দ
সিরাজগঞ্জের সলঙ্গায় ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেটসহ ১ জন গ্রেফতার ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব।
রবিবার সাড়ে ৮ টার দিকে সলঙ্গা থানার রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে নাটোর-ঢাকাগামী হাইওয়ে রাস্তার পাশে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়।
গ্রেফতারকৃত আসামী রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে রুহুল আমিন ইসলাম শুভ (৩০)কে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট, নগদ ১২হাজার টাকাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
জানাযায়,গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নকল সিগারেটের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ড ভ্যানযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব ১২’র সদর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।