বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪ সুন্দরগঞ্জে জুয়া ও মাদকদ্রব্য বন্ধের দাবিতে মানববন্ধন গাজীপুরে বিএনপির দুই গ্রুপের কোন্দল,দলীয় প্রধানের ছবি ভাংচুর যশোরের বেনাপোলের লিটনের ১৭ বছরের সাজা জামিনের কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করায় যশোরে কারারক্ষীর বিরুদ্ধে মামলা চরহাজারীতে ব্যবসায়ী শেখ ফরিদ খোকন এর রমজানের ফুড প্যাকেজ বিতরণ যশোর ঝিকরগাছার সাবেক এসিল্যান্ডকে আহত করা মামলায় দুইজনের কারাদণ্ড দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ বেনাপোলে ধর্ষক মানুষরুপী পশুদের ফাঁসির দাবিতে মানববন্ধন মোটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত, আহত এক কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারীসহ আটক- ৯

সিংড়ায় দূর্ঘটনায় নিহত দুই পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় একসঙ্গে নিহত তিন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে নিহত শ্রমিক বিদ্যুৎ হোসেন ও আবদুর রহিমের পরিবারকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বুধবার বিকেল ৪টায় উপজেলার কলম পুন্ডরী গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত তিন অসহায় পরিবারের খোঁজ-খবর নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। তিনি তিন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শীতবস্ত্র সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন। পরে নিহত শ্রমিক বিদ্যুৎ হোসেন ও আবদুর রহিমের পরিবারকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘর দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত তিন শ্রমিক দিনমজুর ছিলেন। এর মধ্যে দুটি পরিবার ভূমিহীন। তাদের ছোট্র একটি কুঁড়ে ঘরে অন্যের জায়গায় বসবাস। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের নির্দেশে দুটি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) গাছ কাটার কাজে যাওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শ্রমিক আবদুর রহিম, বিদ্যুৎ হোসেন ও কাঁচু প্রামাণিক মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর