বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

সিংড়া উপজেলা বিএনপির সদস্য হলেন ব্যবসায়ী মিজান

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ২৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান। তিনি ৭ ই সেক্টেম্বর১৯৮৫ ইং সালে উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের পাঁচ তিরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।

সম্প্রতি সিংড়া উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব এ্যাড.মজিবুর রহমান মন্টুকে আহবায়ক এবং দাউদার মাহমুদ কে সদস্য সচিব করে উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ্যাড.এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশনায় নাটোর জেলা বিএনপি এ কমিটির অনুমোদন দেন।

দলকে সুসংগঠিত ও আন্দোলনকে বেগবান করতে ১ ই ফেব্রুয়ারী ২০২৩ ইং বর্তমান নাটোর জেলা বিএনপি কতৃক ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজ এর সাক্ষরিত একটি দলীয় প্যাডে সিংড়া আহবায়ক কমিটির সদস্য পদে মিজানুর রহমান মিজান এর নাম সংযুক্ত করে অনুমোদন দেওয়া হয় ।সম্প্রতি রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ এর প্রচার উপ কমিটির দায়িত্ব পালন করেন তিনি।

এই কমিটিতে জায়গা পেয়ে মিজানুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানান। আমি এ কথা শুনে রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ হই।

আমাকে সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আমাদের মতো তরুণদের হাত ধরে আগামীর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর