সিংড়ায় ইটালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পরিষদ কার্যালয়ে ইউপি সচিব মাহফুজ আলম এই বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউপি সদস্য মকলেছুর রহমান, মহিলা সদস্য শারমিন বেগম প্রমূখ। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৭ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।