সিংড়ায় গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা
নাটোরের সিংড়ায় গলায় ফাঁস দিয়ে মনির হোসেন (২১) নামে এক রাজমিস্ত্রী আত্মহত্যা করেছে। সে পৌর এলাকার নিংগইন মহল্লার আঃ সালামের পুত্র।
বুধবার (২২ জুন) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বিকেলে সিংড়া থানা পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
জানা যায়, মনিরের বাবা অন্যত্র বিয়ে করায় মায়ের সাথেই বসবাস করতো মনির। রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতো সে। বুধবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হওয়ার পর মা বাইরে গেলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।