সিংড়ায় তৃতীয় পর্যায়ে প্রধান মন্ত্রীর ঘর পেলেন ৩৬০ টি গৃহহীন পরিবার
ঈদ উপলক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৩৬০ টি গৃহহীন পরিবার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীনদের এই ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলার ৩৬০ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক জনাব শামিম আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা বৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।