সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শিয়ালকোল ইউনিয়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১১ টায় শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট দেশ গড়তে গরীব, দুখী ও অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বিভিন্ন ধরনের ভাতা চালু করছেন এবং স্বাস্থ্য, শিক্ষা খাতসহ আপনারদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। যা অতীতে কোন সরকার করেনি। তাই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী করবেন বলে আশা করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জের চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক,সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, সমাজসেবক আবুল হোসেন মিস্ত্রি প্রমুখ ।
উক্ত উঠান বৈঠকে স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) তথ্য সেবা কর্মকর্তা নাহিদ সুলতানা, তথ্য সেবা সহকারী জান্নাতুল ফেরদৌস,মোছাঃ ইলা খাতুন।
এ সময়ে অনুষ্ঠানে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ওমর ফারুক তালুকদার, হিসাব সহকারী মোঃ ইনামুল হক, ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম শেখ, আব্দুল মুন্নাফ খন্দকার, মোঃ মুক্তার হোসেন, মোঃ হযরত আলী,আশরাফুল ইসলাম, ছানোয়ার হোসেন, আরিফুল ইসলাম লিটন, মোঃ মাসুদুর রহমান, মোছাঃ রেহানা খাতুন, মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ তারা বানু বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারি স্বাস্থ্যসেবা সমূহ সম্পর্কে এ উঠান বৈঠক আলোচনা সভায় শিয়ালকোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১৫০জন নারী অংশগ্রহণ করেন এ সময়ে অংশ গ্রহণকারিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, নগদ ১০০টাকা আর্থিক সহয়াতা প্রদান ও খাদ্য বিতরণ করা হয়।