সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় পিকআপে মাদকদ্রব্য পরিবহনকালে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি পিকআপ জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সলঙ্গার জাকস্ এনজিও এর সামনে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার ও জব্ধ করা হয়।
গ্রেফতারকৃত পিকআপ চালক মো. আরিফুল ইসলাম (৩৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানার ছোট গুলগুলা এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে ও হেলপার মো. লিটন মাসুদ রানা (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার রশিদুল ইসলামের ছেলে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে র্যাব-১২, সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, সলঙ্গায় রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সলঙ্গার জাকস্ এনজিও সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কায়দায় (পিকআপের ড্রাইভারের ছিটের পিছনে ব্যাক ডালার নিচে সংরক্ষিত ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ১,৯৪০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।