রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে চরাঞ্চলের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম : / ৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে এনজিও ফেডারেশন (এফএনবি) এর উদ্যোগে চরাঞ্চল কাওয়াকোলা, মেছড়া ইউনিয়ন এবং সিরাজগঞ্জ সদর এলাকার অতিদরিদ্র, দুস্থ, বৃদ্ধ, বিধবা,অসহায় নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ভিক্ষুক, পথশিশু, অসুস্থ ও কর্মহীন ৫’শত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।

এসময়ে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)সিরাজগঞ্জের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দিন, বুরো বাংলাদেশ সিরাজগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবুল হোসেন মিয়া, এলাকা ব্যবস্থাপক আব্দুল মাসুদ, শাখা ব্যবস্থাপক মিলন হোসেন, আশা এনজিওর ডিএম মোঃ গোলাম মোস্তফা সুকের আলো এনজিওর নির্বাহী পরিচালক কামরুন্নাহার, ইডিপি এনজিওর নির্বাহী পরিচালক আবু জাফর খান,কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সচিব আলী আশরাফ সরকার, মৎস্যজীবিলীগনেতা সুরুতজ্জামান, ইউপি সদস্য ছানোয়ার হোসেন, গোলাম মোস্তফা সহ অন্যান্যরা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে খুশি হয়ে ফিরছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর