শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম : / ১৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে অভিনব কায়দায় লাগেজের ভেতর মাদক পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৬ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭ শত ৮০ টাকা জব্দ করা হয়।

আটককৃত আসামী,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উক্তর বহুলাচরা গ্রামের বাদশা মিয়া’র ছেলে বিল্লাল মিয়া (২৯),হবিগঞ্জের মাধবপুর থানার বরুড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে আজহারুল ইসলাম @ নয়ন (২২)।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর