সিরাজগঞ্জে জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্যবিষয়ে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্যবিষয়ে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল কাইউম সরকার। তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে। সবাইকে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাখেন এবং সঞ্চালনা করেন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোছাঃ সুরাইয়া আকতার মৌসুমি
এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম রকিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) মোঃ নূরুল হক, রিয়াদ রহমান, শিখা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের মূলবিষয়বস্তু উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব অভিরুপ সাহা।
এসময় সেমিনারে পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ, বেল্লাল হোসেন, তাজ উদ্দিন , জুলফিকার হাসান, আরজু সেখ, সাইফুল ইসলাম, হাসানুল হক ফাহিম, শিপু আহমেদ, হোসেন আলী,আব্দুল আলীম মন্ডল, জাহাঙ্গীর আলম ভূট্র, সংরক্ষিত নারী আসনের পৌর কাউন্সিলর, স্বপ্না হাবিব, রুমানা রেশমা, তহহমিনা খাতুন মিনা, মিরা খাতুন সহ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লা, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী জিন্নাহ, বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মাষ্টার, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী এবং শিয়ালকোল ইউপির সদস্য আরিফুল ইসলাম লিটন, মোন্নাফ খন্দকার, আশরাফুল ইসলাম, সানোয়ার হোসেন, মাসুদ রানা, রেহানা পারভীন হেনা, তারা বানু, ফরিদা পারভীন সহ অনেকে উপস্থিত ছিলেন।