বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম : / ১১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ জুন, ২০২৩

সিরাজগঞ্জ জেলার  ২০২২-২০২৩ অর্থ বছরে  তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেলজাতীয় ফসল উৎপাদন কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে  তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ৫ জন কৃষকে সন্মাননা স্মারক  ক্রেস্ট প্রদান করা হয়েছে।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে  বুধবার (১৪ জুন) সকালে   সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, কৃষিতে অগ্রগতি, উৎপাদন বাড়াতে অনাবাদী বা পতিত জমিতে ফসল উৎপাদনের জন্য, উন্নতি ও আধুনিকায়নে  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই বছরে তিনদিন ব্যাপী  জেলা প্রশাসকদের নিয়ে সম্মেলন করেন।  তিনি আরো বলেন, কৃষকেরা হলো দেশের প্রাণ তারা জমিতে ফসল উৎপাদন করে দেশের মানুষ খাদ্য দেয় এবং ফসল বিদেশে রপ্তানি করা হয় ।

সিরাজগঞ্জের কৃষিতে সাফল্যে করছে ৭০ হাজার হেক্টর  জমিতে সরিষা চাষ হয়। সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় ধন্যবাদ জানাই কৃষক-কৃষাণীদেরকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর।   সন্মানিত অতিথি উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ.কে. এম মফিদুল ইসলাম,  অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যান), কৃষিবিদ মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক ( পিপি) মোঃ জিয়াউর রহমান প্রমুখ। এসময়ে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল, কাজিপুর উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত  কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান।  এসময়ে  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উচ্চমান সহকারী নির্মল কুমার মোহন্ত সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ এবং ১২৫ জন কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরে  তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেলজাতীয় ফসল সরিষা বারি-১৪ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ সন্মাননা স্মারক ক্রেস্ট পান বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের পাট গ্রামের  কৃষক  মোঃ শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ি গ্রামের কৃষক মোহাম্মদ আলী, কাজিপুর উপজেলার পাটগ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম, তাড়াশ উপজেলার সগুনা গ্রামের কৃষক মোঃ আশরাফুল ইসলাম, শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষানী মোছাঃ মরিয়ম বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর