সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে, সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ সিরাজগঞ্জের সহযোগিতায়,
বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখে হতে র্যালি প্রদর্শন করে শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন সিরাজগঞ্জের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম প্রমুখ ।
স্বাগত বক্তব্যে রাখেন, জেলা প্রতিবন্ধী ও সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম। অনুষ্ঠান উপস্থাপনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ এ,কে, এম মাহবুবুল হক।
এসময় অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ২টি হুইলচেয়ার, ১ টি টাই সাইকেল, ৩ টি স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের স্বতন্ত্র এবং বৈচিত্র্যপূর্ণ জীবন অভিজ্ঞতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা ইশারা ভাষা। প্রতিবন্ধিতার কারণে এই ভাষা ছাড়া অন্য কোন ভাষায় তাদের যোগাযোগের কোন সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৯ সালে পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনকালে বাংলা ইশারা ভাষাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি ঘোষণা দেন। এরপর থেকেই প্রতিবছর ৭ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে।