সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক প্রকল্প পরিদর্শন করেন রাজশাহীর আঞ্চলিক পরিচালক
বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ প্রকল্প পরিদর্শন করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহী এর আঞ্চলিক পরিচালক মো: রেজাউল আলম সরকার (উপসচিব) ।
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি-২০২৩) সকালে বিসিক শিল্প পার্ক প্রকল্প পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ এর প্রকল্প পরিচালক জাফর বায়েজীদ, উপপ্রকল্প পরিচালক প্রকৌ. মোহাম্মদ রাশেদুর রহমান, বিসিক প্রধান কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিভাগের ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা সুইটি রানী মুন্সী, পুরকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো: ফেরদৌস জামান, প্রকল্পের সহকারী প্রকৌশলী হিরন্ময় বর্দ্ধন, প্রকল্পের কারিগরি কর্মকর্তা মহিদুল হাসানসহ দায়িত্বরত পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দরা ।