সিরাজগঞ্জে মাল্টিপারপাস শপ ও ড্রিলশেড সংলগ্ন টয়লেটের উদ্বোধন এবং বৃক্ষরোপণ
সিরাজগঞ্জ পুলিশ লাইনসে্ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিবুল আলম, বিপিএম পরিকল্পনায় জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নকৃত ড্রিলশেড সংলগ্ন নবনির্মিত টয়লেটের শুভ উদ্বোধনএবং বৃক্ষ রোপন করা হয়েছে।
রবিবার (১৪ আগষ্ট) নবনির্মিত টয়লেটের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদের প্রশাসক ও মৎস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।
পরবর্তীতে পুলিশ সুপার নবনির্মিত মাল্টিপারপাস শপ শুভ উদ্বোধন করেন এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন।
এ সময় মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।