সিরাজগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন
সিরাজগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন করা হয়। এতে
জেলার ৯টি উপজেলার এ্যাথলেট ও ক্রীড়াবিদের অংশগ্রহণ উদ্বোধনী দিনে মেয়েদের ফুটবল, ভলিবল, তায়োকােয়ানদো, ব্যাডমিন্টন, ছেলেদের দাবা, ভলিবল, ব্যাডমিন্টন, শুটিং, উশু খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৭ জানুয়ারি) সকাল১০ টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজোয়ানুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তমাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, পৌরকাউন্সিলর রোমানা রেশমা প্রমুখ।
সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার এ্যাথলেট ও ক্রীড়াবিদের অংশগ্রহণ উদ্বোধনী দিনে মেয়েদের ফুটবল, ভলিবল, তায়কােয়ানদো, ব্যাডমিন্টন, ছেলেদের দাবা, , ভলিবল, ব্যাডমিন্টন, শুটিং, উশু খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন,
জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কবি নূরনবী খান জুয়েল ও খেলার ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনদিন ব্যাপী যুব গেমসের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৯ জানুয়ারি শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।