সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী আর্থিক সহায়তা প্রদান
সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব -শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠান পালনের জন্য সিরাজগঞ্জ সদরের ৬৫ টি মন্দির এবং কামারখন্দের ১৯ টি মন্দির এর জন্য ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেছেন – জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাবে- উক্ত আর্থিক সহায়তা প্রদানকালে নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন,আমি রাজনীতি করি মানুষের কল্যানের জন্য অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গড়ার বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং গরীব ও দুখী মানুষের মুখে হাসি ফুটাতে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। আমি আপনাদের পাশে অতীত ও ছিলাম ভবিষ্যতে ও থাকবো। “ধর্ম যার যার উৎসব সবার” -তাই শারদীয় দূর্গা পূজা উৎসব অনুষ্ঠান আনন্দঘন পরিবেশ করতে সকলের সহযোগিতা কামনা করি। মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন তখন ধর্মীয় উৎসব অনুষ্ঠান গুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। এবারও শারদীয় দূর্গা পূজা উদযাপন উৎসব মুখর পরিবেশে পালিত হবে । দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থ প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় পক্ষে ভোট দিবেন এবং কাজ করবেন।
জেলা আওয়ামীলীগনেতা, নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী উক্ত মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শ্রী সঞ্চয় সাহা, সাংবাদিক শ্রী রিংকু কুন্ড সহ অন্যান্য নেতৃবৃন্দের হাতে তুলে দেন ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য মিজানুর রহমান দুদু, জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক মোঃ সুমন রহমান, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সী, পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব শেখ,
জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি.এম মাইনুল ইসলাম,
যুবলীগনেতা ফরিদ আহমেদ, বিপ্লব হোসেন, ছাত্রলীগনেতা সাগর আহমেদ, আশিক ইকবাল আলহাজ্ব, সিরাজগঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এর সভাপতি গোলাম মোস্তফা, মরহুম মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সন্টু সহ অনেকে ।