সিরাজগঞ্জে ” স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ এ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্মার্ট সিরাজগঞ্জ জেলা বিনির্মাণের উদ্দেশ্যে “স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালা” অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে হতে দিনব্যাপী অফিসার্স ক্লাবে এতে জেলা পর্যায়ের ১৮টি দপ্তরের প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার (ভূমি), সকল উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উদ্যোক্তাগণ ৯টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে স্মার্ট সিরাজগঞ্জ জেলা বাস্তবায়নে আইডিয়া উপস্থাপন করেন। কর্মশালা শেষে বেস্ট ৩টি গ্রুপকে পুরস্কৃত করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক( ভূমি) মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত প্রমুখ।
এ সময়ে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাহীগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গণ, ইউপি চেয়ারম্যানগণ সহ কর্মকর্তা ও কর্মচারী গণের অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট সিরাজগঞ্জ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা ও বাংলাদেশ বিনির্মানে স্মার্ট বাংলাদেশের রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এ রোড ম্যাপের চারটি পিলার হলো – (১) স্মার্ট সিটিজেন ( ২) স্মার্ট সোসাইটি (৩) স্মার্ট ইকোনমি ও (৪) স্মার্ট গর্ভন্যান্স।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১৪ টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
যেমন – ডিজিটাল শিক্ষা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, ডিজিটাল কৃষি ইত্যাদি বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। তেমনি স্মার্ট বাংলাদেশ -২০৪১’ এর আওতায় প্রধান অঙ্গ হবে স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি, স্মার্ট বানিজ্য, স্মার্ট পরিবহন , স্মার্ট সিটি, স্মার্ট ডিস্ট্রিক্ট, স্মার্ট ভিলেজ, স্মার্ট ট্রান্সপোর্টেসন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা ইত্যাদি।