সিরাজগঞ্জে ২২ কেজি গাঁজাসহ আটক ১
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর অভিযানিক দলের সদস্যরা।
শুক্রবার সকালে গমাধ্যামে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্ততে র্যাব-১২ এর অর্ডন্যান্স মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান,
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল- সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোল চত্তরের পার্শ্বে ঢাকা হইতে সিরাজগঞ্জগামী ১টি নাভিলা স্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের(৩০) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক আব্দুল কাদের কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানার ভাটেরা জঙ্গলপুর গ্রামের মফিজুল ইসলাম, ছেলে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার কৃত আলামত সহ থানায় হস্থান্তর করা হয়েছে।