সিরাজগঞ্জ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কাজিপুর উপজেলা দল
গোলাম কিবরিয়া খান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে কাজিপুর উপজেলা।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার ৪ অক্টোবর বিকাল ৪ টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে কাজিপুর বনাম উল্লাপাড়া উপজেলা ম্যাচটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আহবায়ক ও সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়াবিদ, বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম প্রমূখ।
বৃষ্টিস্নাত দিনে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করে। খেলায় কাজিপুর উপজেলা ১-০ গোলে উল্লাপাড়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলার মাধ্যমে এই টুর্নামেন্টে শুরু হয়। টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা দল শিরোপার জন্য লড়াই করছে।