নির্বাচনে সভাপতি পদে রেদুয়ান ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক পদে ইকবাল হাসান টুকু বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে সিরাজগঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ হয়। ১৫৬ জনের ভোটারের মধ্যে ১৫১ জনের কাউন্ড হয়েছে। পরে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক ইকবাল হাসান টুকু নির্বাচিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. নাজমুল ইসলাম বাবু, সড়ক সম্পাদক মো. ওয়াসিম শেখ, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক মো. রিপন আহমেদ, কার্যকরী সদস্য মো. ইমরান তালুকদার ও মো. হাতেম তাই নির্বাচিত হয়েছে।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন দুলু, জেলা ট্রাক ও ট্রাংলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি, জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্য মো: বিশা শেখ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ও সদস্য সেলিম আহমেদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার দিদার আলম, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দাস আলী মক্কা, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো: ফারুক হোসেন, নেতা আব্দুল মালেক, আব্দুল মজিদ পিয়ার, নেতা আরিফুল ইসলাম আরিফ, আব্দুস সালাম, আজিজুর রহমান, জয়নাল আবেদীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।