সিরাজগঞ্জ সদরে রিক্সা ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির সংগঠনের আত্নপ্রকাশ
সিরাজগঞ্জ সদর রিক্সা ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির সংগঠনের আত্নপ্রকাশ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দেরকে ফুলেল শুভেচছা প্রদান শেষে আলোচনা সভা করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর রিক্সা ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির আয়োজনে
বুধবার (৭ জুন) সকাল ৯ টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনস্থ পৌর আব্দুর রউফ পাতা মঞ্চে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌরসভায় উন্নয়ন করা হচ্ছে নতুন ভবন করা হয়েছে। উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান করতে হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, পৌরসভার শহরের মধ্যে শুধু লাইন্সেকৃত রিকশা-ভ্যান চলবে নিয়মের মধ্যে। তাদের জন্য শ্রমিক সংগঠনের জন্য অফিস করা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপনার ট্রাফিক আইন মেনে চলবেন। শহরে দ্রুতগতিতে রিক্সা-ভ্যানগাড়ি চালাবেন না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ।
এতে সভাপতি করেন, সিরাজগঞ্জ সদর রিক্সা, ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ সেখ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার হাসান খান জব্বার ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, জেলা জাতীয় শ্রমিক লীগের নেতা মোঃ আব্দুল বাছেদ বাবু।
উক্ত সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম মোঃ আব্দুর রউফ, সিনিয়র সহসভাপতি মোঃ ফজলুর রহমান ফজলু, সহ-সভাপতি মোঃ আসলাম প্রমাণিক, সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সহ-সম্পাদক মোঃ মুন্না ভূঁইয়া,মোঃ রিপন খান,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান টিক্কা, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জেল হক মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সড়ক সম্পাদক (১) মোঃ কামাল হোসেন, সড়ক সম্পাদক (২) মোঃ আব্দুর রশিদ, কার্যকরী সদস্য মির্জা মোঃ আমজাদ হোসেন লাইজু, জহুরুল ইসলাম মোঃ বকুল হোসেন ও মোঃ আব্দুস সালাম ভ্যাবল।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক রিক্সা-ভ্যান শ্রমিক সদস্যগণ, মালিকগণ, গ্যারেজ মালিকদের অনেকে উপস্থিত ছিলেন।