রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সয়দাবাদ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জ সয়দাবাদ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুনফেস্টুন উড়িয়ে কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ, ডিসপ্লে মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, এবং অতিথি ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সয়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. জান্নাত আরা হেনরী তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার তিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মহিলালীগের সহ-সভাপতি ফারজানা সিদ্দিকা বারী অপু, সহ-সাধারণ রোকেয়া খাতুন, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওয়ারিজা পারভীন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুস ছালাম শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিএস.এম. সাদ্দাম হোসাইন প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাশিদুল হাসান (রাশেদ)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়া, সহকারি শিক্ষক মোঃ আব্দুল আলীম, আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান।
অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন, সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন।
এসময়ে সহকারি শিক্ষক মাসুদ রানা, শফিকুল ইসলাম, রুবেল মল্লিক, মনিরুল ইসলাম, রেশমি খাতুন, ছন্দা খাতুন সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর