সোনামুখী মেলায় অশ্লীলতার দায়ে ১০ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় একাধিক ইভেন্টে অসামাজিক কার্যকলাপ ও অশ্লীলতার অভিযোগে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এতে ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড এবং শতাধিক ব্যক্তিকে (দর্শক) মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
গত মঙ্গলবার ২২ অক্টোবর গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তারের নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশ নেন।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, মেলায় অননুমোদিত একাধিক ইভেন্টে বিনোদনের নামে অশ্লীলতার তথ্য গোপন মাধ্যমে জানতে পেরে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়, এতে শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এদের মধ্যে মেলা আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্টরা রয়েছে।