সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫. প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়েছে । সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উত্তীর্ণ সন্মিলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের পুরস্কার এবং এস.এস.সি পরিক্ষা-২০২২ এ জিপিএ প্রাপ্ত ৭১ জন কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা সহ প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান অতিথিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাশিদুল হাসান রাশেদ।
স্বাগত বক্তব্যে রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনার রশীদ তালুকদার এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়া এবং সার্বিক দায়িত্ব ছিলেন সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুস ছালাম সিকদার, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামাল হোসেন, সয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
এসময়ে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুস ছোবাহান, মোঃ শহিদুল ইসলাম মাসুদ রানা, নুরুজ্জামান সেখ, হেলেনা সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।