শিরোনামঃ
লালমনিরহাটে মাদক কারবারে বাঁধা-শালিসি বৈঠকে ইউপি সদস্যকে মারধর! রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হালখাতা ও ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন! বেলকুচিতে ভাইরাল ভিডিওকে গুজব ও পুলিশের মামলাকে মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন ভুল তথ্যে প্লট কেনা ও হস্তান্তরে বরাদ্দ বাতিল ‘অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী’ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থবছরের ১০ মাসে প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ৭০ কোটি ডলার মিলবে জুনে সরকারিকরণ হলো জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর শার্শায় ট্রাক্টর চাপায় প্রাণ গেল গৃহবধুর, আহত ৩ শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর বাসভবনের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণ বন্দিদের সুস্থ রাখতে নানা উদ্যোগ কারাগারে কালিয়াকৈরে ১ একর বন বিভাগের জমি উদ্ধার    জুনে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে দ্বিতীয় ইউনিট দক্ষিণে বাড়ল কমিউটার ট্রেন যাত্রী পরিবহন শুরু আজ বেপরোয়া তাকওয়া ময়লার গাড়িতে ধাক্কা, আহত-১ উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই – প্রধানমন্ত্রী লোহার ড্রামের ভেতর কাঠের গুড়ার মধ্যে ফেন্সিডিল গ্রেফতার-১

৭৭ নারী উদ্যোক্তার পণ্য নিয়ে মেলা

কলমের বার্তা / ১০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি ও ব্যতিক্রমী সব পণ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে মেলা। ‘হার ই-ট্রেড এক্সিবিশন’ নামে দুই দিনের এই মেলা শুক্রবার জিইসি কনভেনশন সেন্টারের হলে শুরু হয়। অনলাইনে বিক্রি করে সাড়া জাগানো দেশের ৭৭ নারীর পণ্য স্থান পেয়েছে এই মেলায়। চট্টগ্রামে অনুষ্ঠিত অন্যান্য মেলার সঙ্গে এই এক্সিবিশনের পার্থক্য হলো এখানে শুধু নারী উদ্যোক্তাদের দেশে তৈরি পণ্য স্থান পেয়েছে।

জানতে চাইলে হার ই-ট্রেড এক্সিবিশনের প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি বলেন, ‘অন্য সব মেলার মতো এটি নয়। স্টল ঘুরলেই এটা বোঝা যাবে। আমাদের ই-কমার্স প্লাটফরমে এরই মধ্যে যে নারী উদ্যোক্তা নিজেদের পণ্য বিক্রি করে সাড়া ফেলেছেন তাঁদের মধ্য থেকে ৭৭ জনকে নিয়েই আমরা এই এক্সিবিশন করছি। ’

অনলাইনে বিক্রির পরও কেন এই প্রদর্শনী জানতে চাইলে প্রীতি বলেন, ‘অনলাইনে তো অনেক প্রতারণা চলছে। আমাদের উদ্যোক্তারা যাতে একটি প্লাটফরমে তাদের সব পণ্য নিয়ে গ্রাহকদের কাছে উপস্থিত হন তার জন্যই এ আয়োজন। ’

সরেজমিনে দেখা যায়, জিইসি কনভেনশন সেন্টারের হলরুমে সকাল থেকেই নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। ৭৭ জনের মধ্যে চট্টগ্রামেরই আছেন ৫০ উদ্যোক্তা। পার্বত্য চট্টগ্রাম থেকে উদ্যোক্তারা যেমন এসেছেন, তেমনি সুনামগঞ্জ থেকে এসেছে ‘ভার্মিলিয়ান ব্র্যান্ড’, খুলনা থেকে এসেছে ‘অন্দর’, মাগুরা থেকে ‘পৃত্থি’। ঢাকা থেকে এসেছে ‘ঋ’।

ব্যতিক্রমী অনন্য পণ্য নিয়ে এসেছে ঋ। উদ্যোক্তার পণ্য দেখে তারিফ করতেই হয়। ভেরেন্ডা থেকে শুরু করে কফি বীজ পর্যন্ত এমন কিছু নেই, যা দিয়ে গহনা বানাননি তিনি। নকশাও নজরকাড়া।

জানতে চাইলে ঋ-এর কর্ণধার ও ডিজাইনার মাধুরি সঞ্চিতা স্মৃতি বলেন, ‘গয়না আমার পছন্দ ছিল না কখনোই। প্রথমবার বীজ দিয়ে গয়না বানিয়ে পরে দেখলাম বেশ স্বাচ্ছন্দ্য লাগছে। সেই থেকেই বীজ দিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শুরু। এখন বেশ জনপ্রিয়। বীজের মাধ্যমে আসলেই প্রকৃতির কাছেই যাওয়া। ’

নিজেদের আকর্ষণীয় সব ডিজাইনে চামড়াজাত পণ্য নিয়েছেন চট্টগ্রামের উদ্যোক্তা এইজিস শিল্ডের ব্যবস্থাপনা পরিচালক শাহীনা আকতার। নজরকাড়া সব ব্যাগ, পার্টস, লেডিস ব্যাগ দিয়ে সাজানো হয়েছে তাঁর স্টল। তিনি বলেন, ‘আমি চার বছর ধরেই এই কাজটি যত্ন দিয়ে করছি। ইতোমধ্যে জাপানেও রপ্তানি শুরু করেছি। ব্যাগগুলোর চামড়া আমি নিজে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করি আর ডিজাইন করি আমি নিজেই। ’

মেলায় জীবনধারণের জন্য মোটামুটি যেসব পণ্য প্রয়োজন, যেমন—খাবার, পোশাক, গয়না, হোম ডেকোর বা ঘর সাজানোর সামগ্রী সবই থাকছে। আছে ঘরে তৈরি খাবারের সব আয়োজনও। সব শ্রেণির মানুষকে লক্ষ্য রেখেই মেলাটির আয়োজন করা হয়েছে। আজ সকালে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট কামরুন মালেক।

71


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর