সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার সাঁথিয়ায় নসিমন এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইসলাম প্রাং (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
স্থানীয় এবং থানা সূত্রে জানা যায় , আজ মঙ্গলবাার দুপুরে উপজেলার ধুলাউড়ি সড়কের পাঁচ ধোপাদহ মোড়ে নসিমন ( কুত্তা গাড়ি) সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ।এতে সিএনজির যাত্রী ইসলাম এবং আ.সামাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইসলাম প্রামানিক মারা যান। আহত আ.সামাদকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের মৃত জহেদ আলির পুত্র।