প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মানব সেবা মুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলঘ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল।এ সময় উপস্থিত ছিলেন,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীফ এডমিন শাহ আলম,উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,উপদেষ্টা এস.এম ফারুক হায়দার,এডমিন তুষার, হারুন অর রশিদ,শহিদুল,হাফিজ, মিলন, রাকিব,ফরহাদ প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প করায় সহযোগীতায় ছিলেন,আব্দুল আলিম হজ্ব কাফেলা,জুম ইলেট্রনিক্স,লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা।
এসময় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় ৫ শতাধীক নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধ রোগী পেল বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ।এ ছাড়াও বিনামুল্যে রক্তের গ্রুপ,ওজন, প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম, মেডিসিন-কিডনি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: মো: মারুফ হোসেন,দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,চর্ম-যৌন,মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মো: ওবায়দুর রহমান, (রংপুর মেডিকেল কলেজ)ডা: সৈয়দা আফরোজা এশা,(এমবিবিএস-রাজ: সিএমইউ-ঢাকা)
ডা: সালফে সালেহীন শান্তা ও (এমবিবিএস-রাজ: সিএমইউ-ঢাকা) ডা: সাজিদুর রহমান।