উল্লাপাড়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১০কেজি গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২টি ট্রাক গাড়ীসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল)দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এর নেতৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সলঙ্গা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ভোর রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কুমারগাতি গ্রামের সমবায় ট্যাংক লরী ফিলিং ষ্টেশন এর সামনে ২টি গাড়ী তল্লাশি করে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী,সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মাদলা দক্ষিনপাড়া গ্রামের আকবর আলী শেখের ছেলে
আলামিন শেখ (৩৮),মাদলা গ্রামের মৃত দিলবর প্রামানিকের ছেলে শরীফ (৩৫),থানার গঙ্গাপ্রসাদ গ্রামের ফজল আলী’র ছেলে হৃদয় (২৪), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের ফজলুল হক ফজু’র ছেলে হেলাল উদ্দিন(৩৩) ও রাজশাহীর বাগমারা থানার বড় শাকুয়া গ্রামের খয়ের আলীর ছেলে জাকির (১৯)। এসময় ১০ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।